Nazmul Haque। Company Registration & Profile Consultant

কনসালটেন্ট সম্পর্কে

মো. নজমুল হক, বাংলাদেশের একজন সুনামধন্য কোম্পানি পরামর্শদাতা, কোম্পানি প্রোফাইল এক্সপার্ট ও প্রজেক্ট কনসালটেন্ট, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য মালয়েশিয়ার University Malaysia Terengganu-তে PhD তে অধ্যয়নরত যার গবেষণার বিষয় Organizational Management in SMEs যা তাকে পেশাগত জীবনে গতিশীলতা এবং বহুমুখিতা এনে দিয়েছে।

মোঃ নাজমুল হক এর শিক্ষাগত যাত্রা (অনার্স) শুরু হয়েছিল Rajshahi University থেকে B.Sc. in Psychology দিয়ে, এরপর Dhaka University থেকে M.Sc. in Educational Psychology সম্পন্ন করেন। এছাড়া তিনি পোস্ট গ্র্যাজুয়েট LLB (Bachelor of Law) অর্জন করেন National University এর অধীনে এছাড়াও তিনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে EMBA সম্পন্ন করেন। তিনি তার ১৫ বছরের কর্মজীবনে বাংলাদেশের প্রায় ৫০০০ এর বেশী ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোগতাদের পরামর্শ দিয়েছেন যা দেশে উদ্দ্যগতাদের বিকাশে তথা কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভুমিকা রেখেছে যাচ্ছে

ক্যারিয়ার জার্নি

আমি গত ১০ বছর ধরে বিভিন্ন খাতে কাজ করেছি। আমার প্রধান অভিজ্ঞতাগুলোর মধ্যে রয়েছে:

  • Director & Chief CoordinatorAttitude Life Care & Development Foundation: স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম এবং সামাজিক উন্নয়ন প্রকল্প পরিচালনা।
  • ManagerSociety for Environment Rights, Gender, and Economy: সৌর শক্তি প্রকল্প ও সম্প্রদায় সচেতনতা প্রচারণা পরিচালনা।
  • ConsultantMirpur Law Chamber: ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আইনগত সমাধান প্রদান।

দক্ষতা এবং বিশেষত্ব

আমার কাজের মাধ্যমে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করেছি, যেমন:

  • Educational Research and Psychology
  • Business Consulting and Legal Advisory
  • Event & Project Management
  • Social Development and Volunteer Leadership

Change Your Life

Find Your Inner Peace & Happiness

Scroll to Top